ঢাকাশুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে এসে ব্রিটিশ নাগরিক লুসির সাথে দেখা করলেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৯, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে এসে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের কাছে ছুটে গেলেন। নগরের অক্সফোর্ড মিশনে আজ শুক্রবার বেলা সোয়া ১টার দিকে গিয়ে তিনি লুসির শারীরিক খোঁজখবর নেন।

মুক্তিযুদ্ধকালীন লুসি হল্ট বিভিন্ন দেশে বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে চিঠি লিখেছিলেন। শেখ রেহানা ওই ঘটনার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘লুসি হল্টের মতো মানবিক আদর্শ সবার ধারণ করা উচিত। মুক্তিযুদ্ধে যেসব চিঠি তিনি লিখেছিলেন, সেগুলো সংরক্ষণ করাও দরকার।’

অক্সফোর্ড মিশনের ফাদার জন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা মিশনে এসেছিলেন ফুল, ফল নিয়ে। তাঁর আগমনের খবরে মিশনে সাজসজ্জাও করা হয়। সেখানে আরও উপস্থিত ছিলেন মিশনের ফাদার ফ্রান্সিস, সিস্টার মার্গারেট, লুসি হল্টের জীবনী প্রতিবেদন আকারে তুলে ধরা সাংবাদিক অপূর্ব অপু ও সমাজ সেবক রফিকুর রহমান।

সমাজ সেবক রফিকুর রহমান বলেন, বেলা সোয়া ১টার দিকে হলরুমে ঢুকেই বঙ্গবন্ধুকন্যা লুসি হল্টের কাছে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লুসির পাশের চেয়ারে বসে মমতা নিয়ে লুসি হল্টের শারীরিক খোঁজখবর নেন। একপর্যায়ে লুসি হল্টকে সংবাদে ফুটিয়ে তোলায় সাংবাদিক অপূর্ব অপুকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধুকন্যা।

বঙ্গবন্ধু কন্যাকে কাজী নজরুল ইসলামের ‘নাচ ময়ূরী নাচরে’ গানটি গেয়ে শোনান লুসি। পরে অক্সফোর্ড মিশনের গির্জা পরিদর্শন করেন শেখ রেহানা।

২০১৬ সালে গণমাধ্যমে লুসি হল্টের খবর জানাজানি হয়। ২০১৮ সালে লুসি হল্টকে গণভবনে ডেকে ভিসা ফি মওকুফ যুক্ত পাসপোর্ট হস্তান্তর এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।