
কে এম সফিকুল আলম জুয়েল, বিশেষ প্রতিনিধি ::
গাভা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসব পালিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় বিদ্যুৎসাহী সদস্য আঃ মান্নান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাহাবুব হোসেন, মোহাম্মদ ফিরোজ কবির, বরুন হাওলাদার, প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক ও প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম সফিকুল আলম জুয়েল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, ছাত্রী অভিভাবক ও আওয়ামী লীগ নেতা সুকান্ত ঘোষ দস্তিদার সহ বিদ্যালয় শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ।