
পারভেজ :: কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে বরিশাল ব্লকেড করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসি মুহাম্মাদ মাছুদের পদত্যাগের একদফা দাবিতে সংহতি জানিয়ে বরিশাল ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার ২৩ শে এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন। এসময় শিক্ষার্থীরা নগরীর হাতেম আলী চৌমাথা চার রাস্তার মোড় আটকে বিভিন্ন স্লোগান দেন তারা।এতে করে ঘন্টাখানিকের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।