
নিজস্ব প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সর্বাধিক সংখ্যক ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের মাধ্যমে আগুন সন্ত্রাসীদের চিরদিনের জন্য রুখে দিতে হবে। বিগতদিনে বরিশাল অঞ্চলে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের কথা স্মরণ করিয়ে দিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ শেখ হাসিনার আমলে দক্ষিণাঞ্চলের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। একইসাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন। মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গৈলা শিশু নিকেতন প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি হালিমুজ্জামান হালিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু প্রমুখ।