
নিউজ ডেস্ক :: কখনো দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে বিব্রতকর মন্তব্য, কখনো বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত বক্তব্য কিংবা সাংবাদিক পেটানোর ঘটনায় হরহামেশায় আলোচনায় থাকেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এমপি মোস্তাফিজুর রহমান। নিজ সংসদীয় এলাকায় এবার পুলিশের হাত কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আলোচিত এ এমপি মোস্তাফিজের বিরুদ্ধে। খোদ বাশঁখালী থানার ওসি তোফায়েল আহমেদকে ফোন করে এমপি মোস্তাফিজ পুলিশের হাত কেটে ফেলার এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ কল রেকর্ড ছড়িয়ে পড়ার পর থেকে চট্টগ্রামজুড়ে এমপি মোস্তাফিজকে নিয়ে ফের নানা আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি নির্বাচন নিরাপত্তা টহল দেওয়াকে কেন্দ্র করে পুলিশকে এ হুমকি দিয়েছেন তিনি। এরই মধ্যে ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি অডিও কালবেলার হাতে এসেছে।
এ অডিওর শুরুতে এমপি মোস্তাফিজুরকে বলতে শোনা যায়, ‘ছনুয়াতে হাবিব গেছিল? ছনুয়া?’ জবাবে ওসি তোফায়েল বলেন, ‘না না স্যার ও তো এখন নেই সকাল থেকে রাত ৯টা পর্যন্ত থেকে চলে এসেছে স্যার। এমপি বলেন ‘কি জন্যে গেছে?’ ওসি বলেন, ‘এখন নিয়মিত ডিউটি স্যার’।
তখন মোস্তাফিজ বলেন, ‘আমার লোকজনের ওপর হাত দিলে আমি হাত কেটে ফেলব কিন্তু আমি বলে দিলাম।’
পুলিশের হাত কেটে ফেলার হুমকি দিলেন নৌকা প্রার্থী মোস্তাফিজ
খাবার প্যাকেটে করে সিল এনে ব্যালটে মারার শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর
ওসি তখন বলেন, ‘ঠিক আছে স্যার। আমি এখনই বলে দিচ্ছি স্যার। আছে না-কি স্যার?’
মোস্তাফিজ তখন বলেন, ‘ওখানে আমাদের লোকজন ধরার জন্য হাফিজ না হাবিব গেছে। আমাদের আলমগীর একটা আছে তাকে খুঁজতেছে?’ ওসি তখন বলেন, ‘না না স্যার ওটা তো প্রশ্নই উঠে না। ও চলে আসছে স্যার অনেক আগে।’
এমপি মোস্তাফিজ তখন আবার বলেন, ‘এমনি ঘুরে ফিরে থাক (পুলিশ) অসুবিধা নাই কিন্তু আমার কোনো লোকজনের উপর হাত দিলে বহুত অসুবিধা হবে।’ ওসি তখন বলেন, ‘স্যার দিবে না, স্যার আপনি যেভাবে বলেন।’
একই রেকর্ডে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হকের দিকে খেয়াল রাখতে বলেন এমপি মোস্তাফিজ। মোস্তাফিজকে বলতে শোনা যায়, ‘চাম্বলের মুজিবের উপর যেন কোনো কিছু না হয় ওখানে যেন সে কাজ করতে পারে খেয়াল রাখিও।’
এ বিষয়ে বক্তব্য নিতে এমপি মোস্তাফিজুর রহমানের মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও ফোন রিসিভ হয়নি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ (বিপিএম) বলেন, বৃহস্পতিবার রাতে এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। এটি আইনের বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তবে বিষয়টা এই মুহূর্তে কিছু বলতে পারছি না।
বাশঁখালী থানার ওসি তোফায়েল আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি- ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার অনুরোধ করেন।
সূত্র:- কালবেলা।