
নিউজ ডেস্ক :: প্রতারণা নির্বাচন করে জাতিকে ধোঁকা দিয়েছে শেখ হাসিনা : রিজভী
শেখ হাসিনা এই নির্বাচনের মাধ্যমে জাতিকে ধোঁকা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, এই অবৈধ সরকার প্রতারণার নির্বাচন করে, এক তরফার নির্বাচন করে গোটা জাতিকে ধোঁকা দিয়েছে। আর আপনারা নির্বাচন বর্জন করে, প্রত্যাখ্যান করে সরকারকে লালকার্ড দেখিয়েছেন।বুধবার (১০ জানুয়ারি) সকালে গুলশান-১ নম্বর এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুইদিনের লিফলেট ও গণসংযোগের শেষ দিনে গণসংযোগ করছে বিএনপি।
রিজভী বলেন, শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়ে ফেলেছেন। জনগণ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বার বার কর্তৃত্ববাদী এ দুঃশাসন জনগণ আর মানবে না। এর বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ।