সুমন্ত হালদার :: পবিত্র রমজান মাসে টিসিবি বরিশাল এর কার্যক্রমে ২য় বারে যা থাকছে।
নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় রাখতে মার্চ ২০২৪ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( T.C.B) এর বরাদ্ধের পবিত্র রমজান মাসে ২য় বারের মত সরকার নির্ধারিত বরিশাল সিটি কর্পোরেশনের ৯০০০০ জন উপকারভোগীদের মধ্যে টি.সি.বি আন্বলিক কার্যালয় বরিশালের তত্তাবধানে বিক্রি কার্যক্রম সম্ভ্যাব্য আগামী ৪ এপ্রিল ২০২৪ তারিখ শুরু হবে।এ বিষয়ে তথ্য প্রকাশ করেন টি.সি.বি আষ্ণলিক কার্যালয় বরিশাল এর অফিস প্রধান ( সহকারী পরিচালক – শতদল মন্ডল)। তিনি আরও বলেন এবার ভোক্তা পর্যায়ে প্রতি ভোক্তা যা পাবেন,চাল= ৫ কেজি (১৫০/-) তেল= ২ লি:(২০০/-) ডাল= ২ কেজি(১২০/-) চিনি= ১ কেজি (৭০/-) খেজুর = ১ কেজি ( ১৫০/-) অর্থাৎ কার্ডপ্রতি প্যাকেজ মূল্য ৬৯০/- টাকা করে প্রতি কার্ডধারী এই সেবা উপভোগ করতে পারবে