ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ডাস্টবিনে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ২, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ডাস্টবিনে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

 

চট্টগ্রাম নগরীর বিআরটিসি মোড়ের ফলমণ্ডি এলাকার ডাস্টবিন থেকে সুখী নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) রাতে কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে। ৭ বছর বয়সী শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) অতনু চক্রবর্তী বলেন, ‘লাশের মুখ দিয়ে ফেনা বের হয়ে আছে। শরীরেও জখমের চিহ্ন আছে। শ্বাসরোধ অথবা পয়জনিংয়ের মাধ্যমে খুন করা হতে পারে। যোনি ও পায়ুপথে রক্তক্ষরণের চিহ্ন আছে। ধর্ষণের পর হত্যা কি না, সেটাও আমরা খতিয়ে দেখব।’

পুলিশ কর্মকর্তা অতনু জানান, ‘সুখী তার মায়ের সঙ্গে বাকলিয়া বৌবাজার এলাকায় থাকত। তার মা রাস্তা, ডাস্টবিনে বোতল কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এ কাজের সময় সুখীকে আন্দরকিল্লা এলাকায় পরিচিত ভ্রাম্যমাণ লোকজনের কাছে রেখে আসতেন মা। তার মা জানিয়েছে, রোববার রাতে তিনি বোতল কুড়াতে আসার সময় মেয়েকে আন্দরকিল্লা রেখে এসেছিলেন। পরে গিয়ে মেয়ের খোঁজ করে কোথাও পাননি।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, ‘আমরা স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফলমন্ডি ১ নম্বর রোডের মাথার ডাস্টবিন থেকে একটি শিশুর লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করি। লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’