ঢাকাশনিবার , ১৮ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ১৮, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে চলে যাচ্ছে, ফলে বাজার করতে গিয়ে ক্রেতারা হিমশিম খাচ্ছে ।অনেকে আবার বাজার করতে গিয়ে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ১৭মে শুক্রবার বেলা ১১ টায় কাউখালী সাপ্তাহিক হাটের দিনে দক্ষিণ বাজারে ঘুরে দেখা গেছে, প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ মাছ-মাংসের দাম সাধারণ ক্রেতাদের একেবারে নাগালের বাহিরে চলে যাচ্ছে। ১ কেজি দেশীয় পোমা মাছ ৪০০ টাকা থেকে ৫০০ টাকা, গুড়া মাছ প্রতি কেজি ৪০০ টাকা, পাবদা ৪০০ টাকা, পাঙ্গাস ২০০ টাকা, তেলাপিয়া ২৩০ টাকা, রুই মাছ ২৫০ টাকা, চাষের শিং ৫০০ টাকা, কোরাল মাছ ৭০০ টাকা, চিংড়ি মাছ প্রকারভেদে ৭০০ থেকে ১০০০ টাকা, ইলিশ মাছ কেজির নিচে ৮০০ টাকা থেকে ১৭০০ টাকা, কেজির উপরে সাইজের দাম ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত কেজি হিসেবে বিক্রি হচ্ছে। এদিকে ফার্মের মুরগী প্রতি কেজি ২০০ টাকা, লাল মুরগি ৩৮০ টাকা, সোনালি মুরগি ৩৮০ টাকা, দেশীয় মুরগি ৭০০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা, খাসি ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ফার্মের ডিম প্রতিহালি ৫০ টাকা, দেশি হাঁসের ডিম ৭০ টাকা, মুরগির ডিম ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করছে। মৎস্য ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, বর্তমানে বাজারে মাছের সরবরাহ কম এবং ইলিশ মাছ কম থাকার কারণে মাছের দাম একটু বেশি। মুরগি ব্যবসায়ী আব্দুল করিম বলেন, প্রচন্ড গরমের কারণে অনেক মুরগি মারা গেছে যার কারণে বাজারে সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। বাজার করতে এসে ক্রেতা দিনমজুর খলিল বলেন আমাদের মত দিনমজুরদের মাছ-মাংসের কথা ভুলে যেতে হবে, শুধু দেখেই যাব। রায়হান হোসেন বাজার করতে এসে আক্ষেপ করে বলেন, বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম আমাদের মত সাধারন ক্রেতাদের নাগালের বাইরে দিন দিন চলে যাচ্ছে। দেখার যেন কেউ নেই? অধিকাংশ ক্রেতারা বলেন বাজার মনিটরিং জোরদার করা না হলে এভাবেই সকল প্রকার মালামালের দাম দিন দিন বাড়তেই থাকবে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমরা বাজার মনিটরিং জোরদার করছি এবং কোন ব্যবসায়ী যদি সিন্ডিকেটের মাধ্যমে অধিক মূল্যে মালামাল বিক্রি করে তাহলে আমরা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।