
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের চরমোনাই-মেহেন্দীগঞ্জ সীমানায় কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে অভিযানে অংশ নেওয়া টিমের ওপর সংঘবদ্ধভাবে জেলেরা হামলা চালালে আত্মরক্ষায় ২০ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে অভিযানে অংশ নেওয়া এক সদস্য আহত হন এবং হামলাকারী কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাকরজা সংলগ্ন কালাবদর নদীতে এ ঘটনা ঘটে।
অভিযানটি নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এবং সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।
সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে একটি বোটকে নদীতে অবৈধভাবে জাল ফেলতে দেখে অভিযান দল এগিয়ে গেলে জেলেরা পালিয়ে যায়। পরে জাল জব্দ করার সময় পালিয়ে যাওয়া জেলেরা আরও ৭–৮টি বোট নিয়ে আনুমানিক ৬০–৭০ জন মিলে হামলা চালায়। তারা ঢিল ছুড়ে ও বাঁশ দিয়ে আঘাত করলে অভিযানের স্পিডবোট চালক মামুন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুলিবর্ষণের নির্দেশ দেন। সঙ্গে থাকা ব্যাটালিয়ন আনসার বাহিনী ২০ রাউন্ড গুলি (এর মধ্যে ১৮ রাবার বুলেট ও ২ সীসা বুলেট) ছোড়ে। এতে ২–৩ জন হামলাকারী আহত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।