ঢাকাসোমবার , ২০ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে প্রতীক বরাদ্দ : স্বপন কাপ-পিরিচ, ফারজানা আনারস

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২০, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ::
আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। চতুর্থ ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (২০ মে) দুপুরে জেলা আঞ্চলিক নির্বচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা এম.এ.জি. মোস্তফা ফেরদৌস বাবুগঞ্জের ৭  জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
এদের মধ্যে বাবুগঞ্জ  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সরদার মোঃ খালেদ হোসেন স্বপন পেয়েছেন কাপ-পিরিচ প্রতিক এবং ফারজানা বিনতে ওহাব পেয়েছেন আনারস প্রতীক।
এছাড়াও বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্যে
উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে মোঃ ইকবাল আহমেদ আজাদ পেয়েছেন টিউবওয়েল প্রতীক, মোঃ ওবায়দুল হক জুয়েল পেয়েছেন (তালা) প্রতীক এবং  মোঃ হাদিসুর রহমান খান পেয়েছেন লাঙ্গল প্রতীক।  প্রতীক । এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রিফাত জান তাপসী পেয়েছেন ফুটবল প্রতীক এবং  মৌরিন আক্তার আশা আহমেদ পেয়েছেন হাঁস প্রতীক।
এ ব্যাপারে নির্বাচনের রিটার্নিং রিটার্নিং কর্মকর্তা এম.এ.জি. মোস্তফা ফেরদৌস বলেন, ‘সোমবারে দুপুরে নির্বাচনে অংশ নেওয়া ৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কোন প্রতীক একাধিক প্রার্থী না চাওয়ায় লটারি ছাড়াই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
তিনি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় সকলকে আচারণ বিধি মেনে প্রচারণায় অংশ গ্রহন করতে বলেন।
উল্লেখ্য, আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাবুগঞ্জের ৫৪ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।