ঢাকাশুক্রবার , ৩১ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ সংরক্ষণে আয়কর আইন ২০২৩

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ৩১, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পরিবেশ সংরক্ষণে সর্বদাই বদ্ধ পরিকর বাংলাদেশ সরকার। এই উদ্দেশ্যেই বাংলাদেশ আয়কর আইন ২০২৩ এ সরকারের বিশেষ নজরদারি পরিলক্ষিত হয়েছে। পরিবেশের ক্ষতিকারক কর্মকান্ডের উপর পরিবেশ কর আরোপ করেছে বাংলাদেশ সরকার। পরিবেশ করের উল্লেখযোগ্য বিষয়সমূহ:

কার্বন কর:
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অনুযায়ী, করদাতারা একাধিক গাড়ির মালিক হলে তাদের রেজিস্ট্রেশন এবং নবায়নের ক্ষেত্রে – গাড়ির ইঞ্জিনের সাপেক্ষে ২৫,০০০ থেকে ৩,৫০,০০০ টাকা পর্যন্ত কর দিতে হবে।
গাড়ির ইঞ্জিনের আকার অনুযায়ী প্রযোয্য করের তালিকা :
১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত: ২৫,০০০ টাকা ১৫০০-২০০০ সিসি বা ৭৫-১০০ কিলোওয়াট : ৫০,০০০ টাকা
২০০০- ২৫০০ সিসি বা ১০০-১২৫ কিলোওয়াট: ৭৫,০০০ টাকা
২৫০০-৩০০০ সিসি বা ১২৫-১৫০ কিলোওয়াট: ১৫০,০০০ টাকা
৩০০০-৩৫০০ সিসি বা ১৫০-১৭৫ কিলোওয়াট:
২০০,০০০ টাকা
৩৫০০ সিসি এবং তার বেশি বা ১৭৫ কিলোওয়াট: ৩,৫০,০০০ টাকা
একের অধিক ব্যাক্তিগত যানবাহনের মালিকদের জন্য আরোপিত কর কমাতে সাহায্য করবে পরিবেশের উপর অতিরিক্ত চাপ।
প্লাস্টিক ব্যাগ কর:
সকল প্রকার প্লাস্টিকের ব্যবহার নিরসনে ২০০২ সাল হতে এই কর আরোপ শুরু হয়। প্লাস্টিক ব্যবহারে জণগণকে নিরুৎসাহিত করাই এর মূল লক্ষ্য। তবে পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের সমস্যার কারনে এ নীতি পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের তৈরি ব্যাগ যা ‘সোনালি ব্যাগ’ নামে পরিচিত ; এ ব্যবহারে জন্য উৎসাহিত করা হচ্ছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে যা পালন করবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। পানি-মাটি- বায়ু দূষণ, গাছপালা নিধন ও কার্বন নিঃসরণ ইত্যাদি মোকাবেলায় বাংলাদেশ সরকারের পরিবেশ কর ও শুল্ক এক যুগান্তকারী পদক্ষেপ। আয়কর আইন ২০২৩ এর সুষ্ঠু প্রয়োগ নিশ্চিতকরণ অত্যাবশ্যক।

সামিয়া তাসনিম
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্