ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট শহর প্লাবিত, বিপৎসীমা ছাড়িয়েছে সুরমার পানি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: সিলেট শহর প্লাবিত, বিপৎসীমা ছাড়িয়েছে সুরমার পানি

সুরমার পানি বেড়ে প্লাবিত হচ্ছে সিলেট শহরের নতুন নতুন এলাকা। নগরীর সুবহানিঘাট, উপশহর, যতরপুর, জামতলাসহ বিভিন্ন এলাকায় ঢুকেছে প্লাবনের পানি। তাতে বাসাবাড়ি-দোকানপাট ও রাস্তাঘাট ডুবেছে। এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবারের সঙ্কট।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বেড়েছে ১০ সেন্টিমিটার। যা প্রবাহিত হচ্ছে বিপৎসীমার উপর দিয়ে। তবে কিছুটা কমেছে কানাইঘাট, কুশিয়ারাসহ সীমান্ত পাশ্ববর্তী অন্যান্য নদীর পানি।

এদিকে, জৈন্তাপুর, জকীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও সদরের ৪৮ ইউনিয়ন বন্যা কবলিত। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন প্রায় তিন লাখ মানুষ।

শনিবার (১ জুন) সকালে নগরীর উপশহর এলাকা পরিদর্শন করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেয়ার পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করেন তিনি।

তখন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় শহররক্ষা বাঁধ ও নদী খননের কাজ ধীরগতিতে হচ্ছে। এতে প্রতিবছরই বন্যায় ভোগান্তিতে পড়েন সিলেট নগরীর বাসিন্দারা।