ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাবার আশায় ভিড় জমাচ্ছে উপজেলা পরিষদে

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৪, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাবার আশায় প্রতিদিন ভিড় জমাচ্ছে উপজেলা পরিষদ চত্বরে। মঙ্গলবার ৪ জুন দুপুর বারোটায় উপজেলা পরিষদে সামনে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যায় ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যাচ্ছে। উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের দিনমজুর শ্যামল বড়াল (৪৭) ও রাশিদা বেগম (৩২) জানান, সকাল থেকে উপজেলা পরিষদের সামনে অপেক্ষা করছি যদি কিছু সাহায্য পাওয়া যায়। তারা আক্ষেপ করে বলেন বন্যায় আমাদের ঘরবাড়ি, গাছপালা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন বাঁচার জন্য কিছু সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য উপজেলা পরিষদের সামনে আসছি। এখন পর্যন্ত আমরা কোন সাহায্য কিংবা সহযোগিতা পাই নাই। উপজেলা সদর ইউনিয়নের বাসুরি গ্রামের বৃদ্ধা মনোয়ারা বেগম (৬৫) ও একই ইউনিয়নের বদরপুর গ্রামের সরোয়ার হোসেন (৬৩) বলেন,আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় কিন্তু আমরা এখন পর্যন্ত কোন সাহায্য সহযোগিতা পাই নাই। তাই কিছু পাবার আশায় উপজেলা পরিষদের সামনে সকাল থেকে অপেক্ষা করছি। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তারা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের উপহার আস্থা পান না। ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা তাদের পছন্দের কিম্বা আত্মীয়স্বজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তাই আমাদের আস্থা উপজেলা  নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সঠিকভাবে সাহায্য সহযোগিতা পাবার আশায় আমরা এখানে ভিড় করছি। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে সঠিকভাবে সাহায্য  সহযোগিতা করে যাচ্ছি। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আশা করি পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সহযোগিতা পাবে। আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, তেল সহ শুকনো খাবার সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ত্রাণ সামগ্রীর বিতরণ অব্যাহত রয়েছে।