ঢাকাশুক্রবার , ৩ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সংকট পিছু ছাড়ছে না বরিশাল বিশ্ববিদ্যালয়ের

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৩, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সংকট পিছু ছাড়ছে না বরিশাল বিশ্ববিদ্যালয়ের

যাত্রা শুরুর এক যুগ পেরিয়ে গেছে। কিন্তু এখনও সংকট পিছু ছাড়ছে না দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়টির ২৫টি বিভাগের মধ্যে বেশিরভাগ বিভাগেই তৈরি হয়েছে ভয়াবহ সেশনজট। মাস্টার্স তো দূরের কথা, অনেক বিভাগের অনার্সও শেষ হচ্ছে না ৬-৭ বছরেও। অন্যদিকে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পাঠাতে না পারায় গত চার বছর ধরে থমকে আছে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন। এখন পর্যন্ত হয়নি বিশ্ববিদ্যালয়টির কোনো সমাবর্তন।
বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থীই এই সংকটের জন্য দায়ী করছেন উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনকে। তারা বলছেন, ভিসির সীমাহীন দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি আর স্বেচ্ছাচারিতায় বিশ্ববিদ্যালয়টিতে এত সংকট। তার দুর্নীতি-অনিয়মের প্রতিবাদ করায় কোণঠাসা করে রাখা হযেছে অনেক শিক্ষককে। তার বিভিন্ন অনিয়ম তুলে ধরে একাধিক অভিযোগ জমা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। কিন্তু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বদলে অজ্ঞাত কারণে নীরব রয়েছে ইউজিসি। এরই মধ্যে দ্বিতীয় মেয়াদে বহাল থাকার জন্য জোর তদবির শুরু করেছেন উপাচার্য ছাদেকুল আরেফিন।