ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে অবৈধ বহুতল স্থাপনা ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১০, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে অবৈধ বহুতল স্থাপনা ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

পটুয়াখালীর কলাপাড়ায় বেশ কয়েকটি অবৈধভাবে নির্মিত বহুতল স্থাপনা ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মহিপুর বাজারে এ অভিযান চালান কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।আদালত সূত্র জানায়, এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সরকার অস্থায়ীভাবে সরকারি জমিতে এক বছরের জন্য বরাদ্দ দেয় জমিগুলো। যা প্রতিবছর নবায়ন করতে হবে। এ বরাদ্দগুলোতে স্পষ্ট শর্ত থাকে যে, এখানে কোনো ধরনের স্থায়ী স্থাপনা করা যাবে না। সরকারের শর্ত ভঙ্গ করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি স্থাপনা গড়ে উঠেছে। সেগুলো উচ্ছেদের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে।