নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরে ৩৬ বছর পলাতক থাকার পর গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি
পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৬ বছর পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামি আবদুর রহিম মাতুব্বরকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাতে খুলনার টুথপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার গ্রেপ্তার আব্দুর রহিমকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্ত আব্দুল রহিম মাতুব্বর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের সোহরাব মাতুব্বরের ছেলে।
এর আগে বৈধ গর্ভপাত ও নারী নির্যাতনের অভিযোগে ১৯৮৭ সালে ইন্দুরকানী থানায় মামলা করা হয়। এরপর থেকেই খুলনার টুথপাড়া এলাকায় পরিবার পরিজন নিয়ে আত্মগোপনে ছিলেন। ২০০৪ সালে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে ৯ বছরের কারাদণ্ডের আদেশ দেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, ১৯৮৭ সালে অবৈধ গর্ভপাত ও নারী নির্যাতনের মামলার আসামি আব্দুর রহিম। ২০০৪ সালে আদালত পলাতক থাকা অবস্থায় তাকে নয় বছরের সাজা দেন। এরপর থেকেই তাকে খুঁজতে থাকে পুলিশ।
৩৬ বছর পলাতক থাকার পর আসামি আব্দুর রহিমকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান তালুকদার।