নিজস্ব প্রতিবেদক :: ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালের দিকে ভোলার ফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেড়ি ভাঙা এলাকার মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালের দিকে ওই এলাকার মেঘনা এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা জড়ো হতে থাকেন। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, ওই ব্যক্তি ৪-৫ দিন আগে মারা গেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।