ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০২৪

ঝালকাঠিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৩, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝালকাঠি সদর উপজেলায় পানিতে ডুবে মহিবুল্লাহ (৪) ও সুরাইয়া আক্তার (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে কেওড়া ইউনিয়নে পিপলিতা গ্রামে এ ঘটনা ঘটে।

মুহিবুল্লাহ ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সুরাইয়া আক্তার একই গ্রামের শহিদুল ইসলামে মেয়ে।

পিপলিতা গ্রামের ইউপি সদস্য কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, কেওড়া ইউনিয়নে দক্ষিণ পূর্ব পিপলিতা জোড়া পোলের ওপর থাকা সাঁকো পাড় হওয়ার সময় প্রথমে মহিবুল্লাহ পানিতে পড়ে যায়। এসময় সুরাইয়া তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিলে সেও ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের বরিশালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।