নিজস্ব প্রতিবেদক :: বরগুনায় চা পাতার বস্তায় ৮ কেজি গাঁজাসহ ১ নারী আটক
বরগুনায় ৫০ কেজি চা পাতার বস্তায় মিললো ৮ কেজি গাঁজা। কুরিয়ারের মাধ্যমে মাদকের এই বড় চালানটি বরগুনায় নিয়ে আসা হয়েছিল। এ ঘটনায় কাকলী আক্তার নামে একজন নারীকে আটক করেছে বরগুনা সদর থানা পুলিশ।
শনিবার (১৩ জুলাই) রাত ১০ টার দিকে সদরের ক্রোক এলাকা থেকে তাকে আটক করা হয়।
সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাদকের একটি বড় চালান বরগুনা এসেছে। এ সময় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ক্রোক এলাকা থেকে কাকলী আক্তারের কাছে থাকা ৫০ কেজি চা পাতা ও বস্তা থেকে ৮ কেজি গাঁজা জব্দ করেন।
আটক কাকলী আক্তার বরগুনা সদরের মাইঠা এলাকার বেল্লাল বয়াতীর স্ত্রী।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল হালিম জানান, এই মাদকের সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।