নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ভাতিজার আঘাতে চাচার মৃত্যু
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে জমি নিয়ে বিরোধে ভাতিজার শাবলের আঘাতে চাচার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত কামাল হোসেন (৫০) চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের মৃত মো. হোসেন আলী খাঁর ছেলে।
চরমোনাই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাকিল রাঢ়ি জানান, জমি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ রয়েছে। এ নিয়ে ভাতিজা হৃদয় শাবল দিয়ে চাচা কামালকে কুপিয়ে জখম করেন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে হত্যার ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’’