ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে হল ছাড়ার নোটিশে চাল ভাজা খেলেন আবাসিক শিক্ষার্থীরা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৭, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে হল ছাড়ার নোটিশে চাল ভাজা খেলেন আবাসিক শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষা কার্যক্রম ও আবাসিক হল বন্ধ রাখার জন্য নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরই বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে ওই নোটিশেই চাল ভাজা খেয়েছেন আবাসিক ছাত্রীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে তারা লেখেন, এটা এক ধরনের প্রতিবাদ। হল না ছাড়ার প্রতিবাদ। এদিকে শেরে বাংলা হলের শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়ে দুপুর একটায় মিছিল বের করেন। সে সময় বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীরা স্লোগান দিয়ে হল না ছাড়ার কথা জানান।

শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ঢাকাসহ বিভিন্ন জায়গায় আমার ভাইয়ের উপরে হামলা ও রক্তাক্ত করা হয়েছে। আমরা এর বিচারের দাবি ও অধিকার আদায় না হওয়া পর্যন্ত হল ছাড়ব না।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক এক শিক্ষার্থী জানান, আমরা হল ছাড়ব না। কোটা সংস্কার আন্দোলন আমরা করব। আমাদের অধিকারের প্রশ্ন এটা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিসে জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলেন, নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হলো।একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বুধবার (১৭ জুলাই) বিকাল ৩টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশ প্রদান করা হয়েছে ওই নোটিশে।