ঢাকাশনিবার , ২৭ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক : নাহিদ, আসিফ  ও আবু বাকের  ডিবি হেফাজতে

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৭, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক : নাহিদ, আসিফ  ও আবু বাকের  ডিবি হেফাজতে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতরাতে (২৬ জুলাই) তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে গোয়েন্দা হেফাজতে নেয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পরিবার থেকে তাদের নিরাপত্তাহীনতার কথা বলা হয়েছিল। তাই ডিবি পুলিশ তাদের নিরাপত্তার দিকটি দেখছে।

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হকসহ কয়েকজনের সঙ্গে তাদের টেলিফোনে কথা হয়। তাদের সাথে কী কথা হয়েছিল, সে-বিষয়ে সমন্বয়কদের কাছে জানতে চেয়েছে ডিবি।