ঢাকাসোমবার , ২৯ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পেলেন ৫শ পরিবার

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৯, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পেলেন ৫শ পরিবার

 

 

ঝালকাঠিতে অসচ্ছল, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই)  দুপুরে জে মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তার ছেলে ইঞ্জিনিয়ার রাফায়াত সাইফুল্লাহ জয় উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলার  ৫শত অসচ্ছল, গরিব, অসহায়দের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। উপহারের  প্রতি প্যাকেটে রয়েছে চাল, তেল ও আলু। এসব খাদ্য সামগ্রীতে মুখে হাসি ফুটেছে নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে।

জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে ৫ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আগামীতেও এমন মানবিক উপহার অব্যাহত থাকবে।