ঢাকামঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩০, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজধানীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

 

রাজধানীর মোহাম্মদপুরে কামাল হোসেন (৩৬) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর কাটাসুর দুই নম্বর গলির মাথায় কুপিয়ে তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কামাল হোসেন ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

অভি নামের এক যুবলীগ কর্মী জানান, কামাল সন্ধ্যায় কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে পথচারী ও স্থানীয় ব্যক্তিরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাংবাদিকদের জানান, কাটাসুর এলাকায় কামাল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্তে বিস্তারিত জানা যাবে।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’