নিজস্ব প্রতিবেদক :: বরিশাল প্রেসক্লাবের সম্পাদক : এসএম জাকির হোসেনের বাসায় পানিসম্পদ প্রতিমন্ত্রী, জাহিদ ফারুক শামীম।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদের সম্পাদক এসএম জাকির হোসেনের মায়ের মৃত্যুর খবর শুনে গতকাল শনিবার তার বাসভবনে ছুটে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীম (এমপি)। এসময় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজানুর রহমান ও মহানগর যুবলীগের যুগ্ম আহŸায়ক মাহামুদুল হক খান মামুনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।