নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে বাড়ির সীমানা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১
নগরীর কাউনিয়া এলাকায় বাড়ির সীমানা পিলার ও ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে শেফালী রানী নামে এক মহিলাকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
২৫ আগস্ট রবিবার সকাল সাতটার দিকে ব্রাঞ্চ রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন আহত শেফালীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
শেফালী ওই এলাকার কৃষ্ণকান্ত ঘরামীর স্ত্রী।
হামলার ঘটনায় শেফালী বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শেফালী ও তার পরিবারদের সাথে বাড়ির জমি জমা নিয়ে প্রতিবেশী রমণীকান্ত ঘরামীর ছেলে ননী গোপাল ঘরামী ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
ঘটনার দিন রবিবার সকালে ননি গোপাল ও তার ছেলে তুষার সহ কয়েকজন পরিকল্পিতভাবে শেফালী ঘরামিদের বাড়ির সীমানার পিলার ও ঘরবাড়ি ভাঙচুর করে।
এ সময় প্রতিবাদ করলে একপর্যায়ে ননী গোপাল ও তুষার পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা শেফালীকে রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন।
এ ঘটনায় কাউনিয়া থানায় অভিযোগের বিষয়টি তদন্ত দিন রয়েছে বলে থানার অফিসার্স ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান।