ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে মাদ্রাসায় জ্বীন আতঙ্ক , শিক্ষক ও শিক্ষার্থীসহ অসুস্থ ১১

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে মাদ্রাসায় জ্বীন আতঙ্ক , শিক্ষক ও শিক্ষার্থীসহ অসুস্থ ১১

পটুয়াখালীর গলাচিপায় এক মাদ্রাসায় মঙ্গলবার ক্লাশ চলাকালীন শিক্ষকসহ ৮জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এতে তাৎক্ষণিক ভাবে ছাত্রী সাবরিনা ও লামিয়া বেশি অসুস্থ হওয়ায় দ্রুত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। একইভাবে বুধবার ক্লাস শুরুর পরে তিনজন ছাত্র হটাৎ অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে অষ্টম শ্রেণীর দুইজন ছাত্র সাব্বির ও বাইজিদ এবং নবম শ্রেণীর ছাত্র মুশফিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

মাদ্রাসা সুপার মু: জয়নুল আবেদীন জানান, জ্বীন আতঙ্ক বিরাজ করছে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরিভাবে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালীয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ১২টার দিকে গণিত এর শিক্ষক মো. হামিদুল ইসলাম অষ্টম শ্রেণির পাটিগণিত ক্লাশ করার জন্য ক্লাসে প্রবেশ করে। এ সময় ক্লাসে ছাত্র ছাত্রী সংখ্যা ছিল প্রায় ৪৫জন। ক্লাশ করার কিছুক্ষণ পর একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে সাবিনা, বর্না, সাবরিনা, সাকিলা, মারিয়া, লামিয়া সুমাইয়া ও শিক্ষক মো. হামিদুল ইসলাম হঠাৎ ক্লাসে অসুস্থ হয়ে পড়ে যায়। বুধবার (১১ সেপ্টেম্বর) ক্লাস শুরুর পরে একইভাবে তিন জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসার জন্য অভিভাবকদের মাধ্যমে গলাচিপা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ওই প্রতিষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ওই মাদ্রাসার সুপার মু. জয়নুল আবেদীন।

এ্যাকাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ জানান, বিষয়টি অবগত হয়ে মাদ্রাসায় গিয়ে খোঁজ খবর নিয়েছি। অসুস্থ হওয়ার মত কোন কারণ এখনো পায়নি। আজকে মাদ্রাসা ছুটি দেয়া হয়েছে। আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে কি কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তার সুনির্দিষ্ট কোন কারণ জানা যায় নি এখনো। মাদ্রাসাটি অরক্ষিত সীমানা প্রাচীর না থাকার ফলে যত্রতত্র বহিরাগতদের যাতায়াত রয়েছে সেখানে।