ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
বাবুগঞ্জ প্রতিনিধি  ::  কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উপলক্ষে বিশেষভাবে আয়োজিত বাবুগঞ্জ সদর উপজেলার আব্দুর রব সেরনিয়াবাত বালিকা মাধ্যমিক বিদ্যালয় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক আজকের  “শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ,এম জামিল হোসেন সহকারি শিক্ষকসহ অন্যান্য অতিথি ও শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে মূল প্রতিপাদ্য বিষয় আলোচনা করেন সেক্টর স্পেশালিস্ট- সাইকোসোশ্যাল কাউন্সেলর তরুন মিত্র। তিনি শিশুদের সুরক্ষা,মানসিক সুস্থতা, বাল্যবিবাহ, স্বাস্থ্য পুষ্টি, শিক্ষা, শিশু শ্রম, শিশু পাচার, সামাজিক জেন্ডার ও মাইগ্রেশন বিষয়ে আলোকপাত করেন। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন বাবুগঞ্জ উপজেলা ফিল্ড অর্গানাইজার আবু হানিফ ভলান্টিয়ার মোসাঃ সাবিনা ইয়াসমিন।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন ও পুরস্কার গ্রহন করে কন্যা শিশুরা খুব আনন্দ পায়। কোমলমতি কন্যা শিশুর স্বপ্নের আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধ হয়ে অনুষ্ঠান সমাপনি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ,এম জামিল হোসেন।