ঢাকাশনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

তামিম ইকবাল রাজু :: বরিশালে দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর  ২৭ সেপ্টেম্বর শুক্রবার শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম শিখ’র পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি নগরের শিল্পকলা একাডেমিতে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। জাতীয় সংগীত শেষ হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মার প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জেলা বন্ধুসভার নাঈম ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন। অতিথিদের মধ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বরিশাল বিভাগীয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জগদীশ স্বারস্বত মাধ্যমিক বিদালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আসাদুল আলম, বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, প্রথম আলোর ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক, প্রবীর কান্তি বালা, শিখোর প্রতিনিধি হেমায়েত উদ্দীন কাজী সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে ‘মিথ্যা, মুখস্থ ও মাদককে’ ‌না বলার অঙ্গীকার করান শিখোর প্রতিনিধি হেমায়েত উদ্দীন কাজী।

উল্লেখ্য,অনুষ্ঠানের শেষের চমক ছিল জনপ্রিয় তরুণ শিল্পী মিঠুন রয় ও তাঁর দলের জমজমাট গান। শিক্ষার্থীদের গানের তালে তাল মিলানো,নাচা ও গানের মাধ্যমে সমাপ্তি ঘটে উল্লেখিত অনুষ্ঠানের।