ঢাকাশনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে জোরপূর্ব  জমি দখল করে ভাটা নির্মাণের ৮ বছর পর নিজেদের জমি ফিরে পেলেন মালিকরা

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
সাইফুল ইসলাম , বাবুগঞ্জ প্রতিবেদক :: বাবুগঞ্জের জোরপূর্বক জমি দখল করে ইটভাটা নির্মাণের আট বছর পর জমি উদ্ধার করলেন জমির মালিকরা।
ভুক্তভোগীদের অভিযোগসূত্রে জানা গেছে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া মৌজার লাশ ঘাটা খেয়াঘাট সংলগ্ন স্থানীয় আজিজ মাস্টার, মোঃ কাশেম মাস্টার, মোঃ সিদ্দিক কবিরাজ, মোঃ সিকান্দার, মোহাম্মদ নেসার উদ্দিন, মোঃ কালু ফকির,  আলতাফ ঘরামী, শামসুল হক গংদের প্রায় ৩০ থেকে ৩৫ একর সম্পত্তি কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী আওয়ামী লীগ সরকারের ক্ষমতার প্রভাব  জোরপূর্বক দখল করে ইটভাটা নির্মাণ করেন। এসব জমি দখল করে ইটভাটা নির্মাণের বিপরীতে জমির মালিকদের কোন রকম ইজারা মুল্য পরিষদ না করেই দখল জোরপূর্বক ভাটা নির্মাণ করেন।
এর প্রতিবাদ করলে ভূমি  মালিকদের বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেন ভুক্তভোগীরা। দখলকৃত জমির ওয়ারিশ সূত্রে মালিক বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান জোরপূর্বক তাদের জমি দখলের প্রতিবাদ করলে বিগত দিনে নুর আলম চেয়ারম্যান ও তার দস্যু বাহিনী একাধিকবার মেহেদী হাসানের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করেন।  বিগত দিনে নিজ জমি ফেরত পেতে মেহেদী হাসান গংরা সাংবাদিক সম্মেলন সহ প্রশাসনের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের কাছে ধর্না  দিয়েও কোন সুরাহা পাননি।
সর্বশেষ গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে নুর আলম চেয়ারম্যান ইট ভাটা রেখে পালিয়ে যায়। এরপরে স্থানীয় ভূমি মালিকরা তাদের জমি বুঝে নিতে গতকাল শনিবার সকালে জমির তাদের জমির ভিতরে সীমানা প্রাচীর এবং কাঁটাতারের বেড়া উপড়ে ফেলেন এবং তাদের জমি যার যার মত করে দখলে নেন।  এ সময় ভূমি মালিকরা বলেন প্রায় আট বছর নূরে আলম চেয়ারম্যান অত্যাচার তাদের পৈত্রিক সম্পত্তিতে যেতে পারেননি। এ সময় তারা বলেন তাদের বাপ-দাদার অনেক জমি নদী ভাঙ্গনে চলে গেছে সর্বশেষ নদী পার ও পার্শ্ববর্তী যে সম্পত্তিটুকু ছিল তাও নুর আলম চেয়ারম্যানের দখলের কারণে তারা একেবারেই পথে বসার উপক্রম হয়েছিল এমতাবস্থায় তারা নিজেদের জমি দখল মুক্ত  করতে পেরে শুকরিয়া আদায় করেন।
তবে এ বিষয়ে নুর আলম চেয়ারম্যান বলেন তারিখ ভাটায় তার নিজের করায়কৃত প্রায় ছয় একর সম্পত্তি রয়েছে।  যে সম্পত্তির উপরে তার ইটভাটার মূল চিমনি সহ অফিস গড় অবস্থিত। কিন্তু স্থানীয় একটি চক্র ব্যক্তিগত আক্রোশের কারণে আমি অনুপস্থিত থাকায় আমার ইটভাটা দখল নেন।  বিষয়টি আমি আইনি ভাবে মোকাবেলা করব।