নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বরিশাল সফরের অংশ হিসেবে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি আদালত চত্বরে বিচারকদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন।
এর আগে বরিশাল সফরসূচির অংশ হিসেবে সকাল ৯টায় বরিশালের আদালত পরিদর্শনে আসেন প্রধান বিচারপতি। এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বরিশাল জেলা ও দায়রা জজসহ অন্য বিচারকরা। পরে তিনি বরিশাল জেলা ও দায়রা জজ, বরিশাল মেট্রোপলিটন আদালতসহ বিভিন্ন আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিচার কার্যক্রম এবং উন্নয়ন কর্মকাণ্ডও ঘুরে দেখেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় বরিশাল জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে। এজন্য আইনজীবী সমিতি কার্যালয়ে নানা প্রস্তুতি চলছে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ ওবায়দুল্লাহ সাজু বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর প্রধান বিচারপতি প্রথম বরিশাল সফরে এসেছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। এজন্য আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে।
তিনি বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে খুব কাছে থেকেই আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে তাদের সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরতে পারবেন। এতে আইনজীবী এবং বিচার প্রত্যাশীদের প্রত্যাশা পূরণ হবে।