ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে জোড়া খু*ন মা*মলার ২ আসামী জামিন হওয়ায় মানববন্ধন

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: উজিরপুরে জোড়া খু*ন মা*মলার ২ আসামী জামিন হওয়ায় মানববন্ধন

বরিশালের উজিরপুর সাতলায় জোড়া খুনের ঘটনায় দায়েরকৃত নামধারী দুই আসামীর জামিন হওয়ায় মানবন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (২ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত থেকে দুই আসামী জামিনের পরই প্রথমে কোর্ট চত্ত্বরে পরে নগরীর টাউন হলের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। হত্যাকান্ডের শিকার হওয়া ব্যবসায়ী মৃত. ইদ্রিস হাওলাদার (৪০) এর পুত্র মোঃ নায়েব হাওলাদার বরিশাল অমৃত লাল দে কলেজ’র শিক্ষার্থী। তিনি তার কলেজের বন্ধু-বান্ধবীদের নিয়ে এ মানবন্ধন করেন।

আদালত থেকে জামিন পাওয়া দুই আসামী হলেন- দায়েরকৃত মামলার ২৪ ও ২৫ নং আসামী হলেন- তরনি বিশ্বাস (৫৫) ও মোঃ জাহিদ হাওলাদার (৩০)।

উল্লেখ্য, চলমান বছরের ২৪ আগস্ট রাত ১১ টার সময় উজিরপুর উপজেলার সাতলা বাজারের ব্যবসায়ী মোঃ ইদ্রিস হাওলাদার তার চাচাতো ভাই সাগর হাওলাদার (২৭) মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাবার পথে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে সংলগ্ন স্থানে কুপিয়ে জখম করে। গত ২৯ আগষ্ট কয়েক হাজার এলাকাবাসী দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন করে। নিহত ইদ্রিস হাওদারের স্ত্রী বাদী হয়ে ২৬ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

জোড়া খুনের দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া প্রধান আসামী কিবরিয়া হাওলাদার ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেছেন- গত ১৭ মার্চ গভীর রাতে ইদ্রিস হাওলাদারের মালিকানাধীন মাছের ঘের জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের কারণে মুরগির খামার, পানি শেচ পাম্পে অগ্নি সংযোগ এর ঘটনায় ইদ্রিস হাওলাদার ও সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহীন হাওলদারের ও তার চাচাতো ভাই আসাদ হাওলাদার কে সহ ৪০ -৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে জবানবন্দিতে জানান।