ঢাকারবিবার , ৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে ২৪টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৬, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

রিয়াদ মাহমুদ সিকদার :: কাউখালীতে ২৪টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

পিরোজপুরের কাউখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়  দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে মন্ডপে মন্ডপে রং তুলির আঁচড়ে প্রতিমা  সাজসজ্জার কাজ চলছে। উপজেলার বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা ও মণ্ডপ তৈরির প্রায় ৯০% কাজ সম্পন্ন হয়েছে। প্রতিমা ও মন্ডলের সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মন্ডপ তৈরীর কারিগররা। ৯ অক্টোবর থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নে ২৪টি মন্ডপে উৎসবমুখর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কাউখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার বলেন, ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে আমাদের পূজার কার্যক্রম শুরু হবে। ১৩ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী ধর্মীয় উৎসব শেষ হবে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হলেও কাউখালীতে কোন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি। প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতায় আশাকরি প্রতিবছরের ন্যায় এ বছরও কাউখালীতে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে আমাদের ধর্মীয় উৎসব উদযাপন হবে। কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করছি । প্রতিটি পূজা মন্ডপে ১০ জন করে আমরা স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি। তারা নিরাপত্ত দায়িত্ব পালন করবেন। কাউখালীতে উৎসব মুখর ও জাকজমক ভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার জন্য পুলিশ থাকবে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নজরদারি করে থাকবে। কোন ধরনের অপপ্রতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, কাউখালীতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রশাসন থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজা মন্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে।