নাজমুল হক মুন্না :: জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সহকারী অধ্যাপক হলেন উজিরপুরের কৃতি সন্তান, ডা: সি এইচ রবিন।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার মানুষের কাছে জিনি একজন মানবিক চিকিৎসক হিসাবে ব্যাপক সুনাম কুড়িয়েছেন সে অর্থোপেডিক চিকিৎসক ডা:সি এইচ রবিন চিকিৎসা সেবা তার দক্ষতার প্রমান দিয়ে সার্জন থেকে পদোন্নতি পেয়ে জাতীয় অর্থোপেটিক হাসপাতালের সহকারী অধ্যাপক হয়েছেন। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কৃতি সন্তান চাকুরি জীবনে তিনি উজিরপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সেও একজন চিকিৎসক হিসাবে বেশ কিছুদিন কর্মরত ছিলেন। তার সহজ সরল ও মিষ্টভাষী আচারনে উজিরপুরের মানুষ ছিলো মুগ্ধ। চাকুরির সুবাধে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বদলী হলেও নিয়মিত উজিরপুরের মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন। ঢাকায় নিজ এলাকার অসহায় ও গরীব মানুষকে তিনি বিনা টাকায় চিকিৎসা দিয়েছেন। সে কারনে সাধারন মানুষের কাছে তিনি একজন মানবিক চিকিৎসক হিসাবে পরিচিত। ডা: সি এইচ রবিনের পদোন্নতি’র সংবাদে খুশি উজিরপুরের বিভিন্ন স্থরের সাধারন মানুষ। এমন কি উজিরপুরের গুনিজনরা তাকে ফুলেল শুভেচ্ছাও জানিয়েছেন এদিকে শুভেচ্ছার জবাবে ডা: সিএইচ রবিন সাধানর মানুষের চিকিৎসা সেবায় নিজের জীবন উৎসর্গ করতে চান ।