ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিশ্ববিদ্যালয় আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৭, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিশ্ববিদ্যালয় আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

 

ছাত্রলীগের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্মরণসভা ও দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়।

৬ অক্টোবর রবিবার রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই স্মরণসভার আয়োজন করা হয়। এসময় বক্তারা আবরার ফাহাদের স্মরণে তার জীবন, তার সাহসিকতা, এবং শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে তাদের মতামত ব্যক্ত করেন।

এসময় বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড আমাদের মনে করিয়ে দেয় যে, ছাত্ররাজনীতি যদি সঠিক পথে পরিচালিত না হয়, তবে তা কীভাবে ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। আবরারের মতো আর কোনো শিক্ষার্থী যেন এভাবে প্রাণ না হারায়, সেই জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

 

ইফতেখার রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূতত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের হাসিবুল হোসেন,লোকপ্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ, বাংলা বিভাগের আশেক এলাহী,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আব্দুল কাদের জীবন, হিসাববিজ্ঞান বিভাগের মোঃ ইব্রাহীম  ও মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. মাসুম বিল্লাহ।

এসময় আব্দুল কাদের জীবন বলেন, শহীদ আবরার ফাহাদ ভাই আমাদের চেতনার বাতিঘর। যখনই ফ্যাসিবাদি ও স্বৈরাচার মনোভাবধারী হায়নারা দেশকে ধ্বংস করতে চাইবে বা করার পায়তারা করবে তখনই আবরারে রেখে যাওয়া স্মৃতি হৃদয়ে ধারন করে ঝাঁপিয়ে পড়বো দেশকে উদ্ধার করতে।আবরার মানেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই সংগ্রামের এক অনন্য  প্রতীক।