ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করলেন থানা প্রশাসন

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৭, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :: কাউখালীতে যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করলেন থানা প্রশাসন

পিরোজপুরের কাউখালীতে হাটের দিনে যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করলেন থানা প্রশাসন। কাউখালী সদরে সাপ্তাহিক সোম ও শুক্রবার হাটের দিনে বাজারের প্রধান সড়কে যানজটের কারণে ক্রেতা ও বিক্রেতাদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়। উপজেলার দক্ষিণ বাজারে বিশেষ করে বাজারের প্রবেশ করার পূর্ব মুখের অতিরিক্ত রিক্সা ও টেম্পু থাকার কারণে বাজারে ভিতরে ঢোকা মুশকিল হয়ে পড়ে। এতে করে প্রায় সময়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে। কাউখালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান বিষয়টি উপলব্ধি করে ৭ অক্টোবর সোমবার সকাল সাড়ে দশটায় দক্ষিণ বাজারে তার নেতৃত্বে একটি পুলিশ টিম বাজারের যানজট নিরসন করেন এবং ফুটপাতের দোকানদারকে ফুটপাত থেকে সরে অন্যত্র  যাওয়া নির্দেশ দেন। যার কারনে বাজারে যানজট কমে গেছে। ওসি মোঃ সোলায়মান বলেন, বাজারের দিনে কোন রিক্সা সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের মূল সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য রিক্সা চালক ও অটো রিক্সা চালকদের নির্দেশনা প্রদান করেন। বাজারে আসা ক্রেতা মাসুম বিল্লাহ বলেন, অন্তত হাটের দিনে  রিক্সাসহ কোন যানবাহন বাজারের ভিতরে না ঢুকলে যানজট কমে যাবে এবং বাজারের ফুটপাতে কোন মালামাল না রেখে জনগণের চলাচলের ব্যবস্থা গ্রহণ করলে যানজট আরো কমে যাবে।