ঢাকাবুধবার , ৯ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৯, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা রক্ষায় দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজামন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর রয়েছে।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সর্বমোট ২১২ টি পূজা মন্ডপের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকল্পে উজিরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত উপজেলার অধিকাংশ মন্ডপ ঘুরে দেখেন। তিনি পূজা মন্ডপে নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারির  সাথে কথা বলেন। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য তিনি সকল মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনে কঠোর নির্দেশনা প্রদান করেন।
হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন এবং অন্যান্য সকল ধর্মাবলম্বীগণ সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন সার্থক ও সুন্দর করে তুলবেন – এই প্রত্যাশা বাংলাদেশ সেনাবাহিনীর।