নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর কুয়াকাটায় হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা ও পূজা শুরু হচ্ছে সোমবার (১৪ নভেম্বর)। চলবে বুধবার (১৬ নভেম্বর) পর্যন্ত।
কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রকৌশলী নিহার রঞ্জন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছে। এরইমধ্যে রাস পূর্ণিমা ও মেলাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতিও সেরেছে উপজেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি, ট্যুরিস্ট পুলিশসহ দায়িত্বরত সব ইউনিট।
প্রকৌশলী নিহার রঞ্জন মন্ডল জানান, রাস পূর্ণিমা উপলক্ষে জেলা প্রশাসক থেকে কঠোর নিরাপত্তায় অসংখ্য মানুষের জনসমাগম হবে।
মেলাকে ঘিরে থাকছে সাম্প্রদায়িক সম্প্রীতির আলোচনা, বাউল সংগীত, ধর্মীয় সংগীত, পালা কীর্তনসহ নানান আয়োজন। ১৬ নভেম্বর ভোর ৫টায় পুণ্যস্নানের মধ্যে দিয়ে এ আয়োজনের সমাপ্তি হবে।
রাস পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতিবছর কুয়াকাটা হয়ে ওঠে জমজমাট। সরগরম থাকে হোটেল-মোটেল। এবারও রাস পূর্ণিমা উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী ও ট্যুর গাইডরা প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার।
কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, রাসমেলাকে ঘিরে দেশ-বিদেশ থেকে আগত মেহমানদের জন্য ভ্রাম্যমাণ টয়লেট, থাকার স্থান, নিরাপদ পানি, সিসি টিভি স্থাপন, শতভাগ নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশসহ পোশাকে এবং সাদা পোশাকে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আমরা বিশেষ এ আয়োজনকে সফল করতে পারবো।