ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪

বরিশাল নগরীতে প্র*তার*ক গ্রুপ স*ক্রিয়

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৩, ২০২৪ ২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আপনার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। দ্রুত ব্যাংক হিসাব নম্বর ও ক্রেডিট বা ডেবিট কার্ডের ছবি তুলে দিন – আচমকা এমন ফোন পেয়ে হতভম্ব বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থী। দ্রুত তিনি তার ব্যাংক হিসাব নম্বর সহ প্রয়োজনীয় সব তথ্য পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পরই তার ফোনে ব্যাংক থেকে ম্যাসেজ এলো। টাকা প্রাপ্তির নয়, বরং ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তার হিসাব শূন্য করার ম্যাসেজ।

 

একই ঘটনা ঘটেছে একজন হজ্বযাত্রীর সাথেও। হাজীদের রি-ফান্ডের টাকা ফেরত দেয়ার নামে তার সাথেও ঘটেছে একই ঘটনা। লজ্জায় প্রতারিত হওয়া মানুষগুলো নিজেদের লুকিয়ে রাখলেও বিভিন্ন কৌশলে এ বিষয়ে সাবধান করার চেষ্টা করছেন সংশ্লিষ্ট সবাইকে। এমনই একটি ফোন নম্বর (+৮৮০ ১৮ ৫১৮৫ ৮৪১০) থেকে ইতিমধ্যে বরিশালের বেশ কয়েকজন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সাথে প্রতারণার চেষ্টা হয়েছে বলে জানান জাতীয় নাগরিক কমিটি বরিশাল মহানগর এর সমন্বয়ক শাকিল মৃধা। তিনি বলেন, আমাদের ম্যাসেজ গ্রুপে এ ধরণের অভিযোগ করেছেন কয়েকজন। বিষয়টি জানিয়েছি জাতীয় নাগরিক কমিটির উচ্চমহলে। তারা হয়তো জুলাই ফাউন্ডেশনের কাছে এটি তুলে ধরবেন।

জাতীয় নাগরিক কমিটির বরিশাল বিভাগীয় সমন্বয়ক ফয়সাল মাহমুদ শান্ত বলেন, শনিবার জুলাই ফাউন্ডেশনের সারজিসসহ কয়েকজন বরিশালে আহতদের সহযোগিতা দিতে আসবেন। তখন এ বিষয়টিও আলোচনা হবে। তবে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি। এ ছাড়াতো আসলে আর কিছু করার নেই।
এদিকে হজ্বযাত্রীদের সাথেও এ ধরনের প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে জানিয়ে জুম্মার খুতবায় সবাইকে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন। ইফা বরিশালের পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, এটা খুব বড় অংকের টাকা যে তা কিন্তু নয়। তারপরও এ নিয়ে প্রতারণায় নেমেছে একটি চক্র। ইতিমধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিটি মোবাইল কোম্পানির মাধ্যমে তাদের গ্রাহকদের সতর্ক বার্তা দিয়েছেন। যেখানে বলা হয়েছে –  হাজীদের রি-ফান্ডের টাকা ফেরত দেয়ার নামে প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে। আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড, নগদ বা বিকাশের গোপন নম্বর কাউকে দিবেন না। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের জন্য গতকাল দোয়া মোনাজাত হয়েছে মসজিদগুলোতে। একইসাথে এই প্রতারণার বিষয়েও মুসল্লীদের সতর্ক করা হয়।