নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের ই বাংলা মেডিকেলে ১৭৪ জন আউট সোর্সিং কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে ১৭৪ জন আউট সোর্সিং কর্মী কয়েক মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। জুলাই-আগষ্ট বিপ্লবের পরে হাসপাতালটির সাবেক পরিচালক ডা. সাইফুল ইসলাম এসব আউটসোর্সিং কর্র্মীদের বেতন বিলে স্বাক্ষর করতে বিলম্ব করেন। আন্দোলনের মুখে গত ২৯ সেপ্টেম্বর সাইফুল ইসলাম পদত্যাগে বাধ্য হন। কিন্তু উপ-পরিচালককে দায়িত্ব বুঝিয়ে দেয়ার আগেও বিষয়টির ফয়সালা করতে পারেননি। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সাইফুল ইসলামের পদত্যাগ পত্র গ্রহণ করে তাকে ওএসডি করেছে।
তবে বিষয়টি নিয়ে হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালকের সাথে আলাপ করা হলে তিনি জানান, এসব আউট সোর্সিং কর্মীদের নিয়োগ মেয়াদ গত বছর ডিসেম্বরে শেষ হয়ে গেলেও হাসপাতালের প্রয়োজনেই তাদের দিয়ে কাজ করাতে হয়েছে। কিন্তু বরাদ্দের অভাবে বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। তবে অতি সম্প্রতি মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া গেছে। আগামী মাস পর্যন্ত সব আউট সোর্সিং-এর বেতন খুব শীঘ্রই পরিশোধ করা হবে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর তৎকালীন পরিচালক ডা. সাইফুল ইসলাম পদত্যাগের প্রায় দেড় মাস পরে আর্মি মেডিকেল কোর থেকে একজন বিগ্রেডিয়ার জেনারেলকে পরিচালক নিয়োগ করা হয়েছে। তবে এখনো তিনি কর্মস্থলে যোগ দেননি। কবে নাগাদ তিনি হসপাতালটির পরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি ভারপ্রাপ্ত পরিচালক।