ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে ৫৫ পিস ইয়া*বাসহ ৩ মা*দক কার*বারি গ্রে*প্তার

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১০, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :: কাউখালীতে ৫৫ পিস ইয়া*বাসহ ৩ মা*দক কার*বারি গ্রে*প্তার

পিরোজপুরের কাউখালীতে ৫৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১০ ডিসেম্বর গ্রেপ্তারকৃতদের পিরোজপুরের কোর্টে পাঠানো হয়েছে। সোমবার  (৯ডিসেম্বর) রাতে কাউখালী থানার এসআই দীপক বালার নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (৩৫), কেশতা গ্রামের মৃত্যু হিরন্ময় চক্রবর্তী ছেলে মৃনময় চক্রবর্তী (৪৬)ও পারসাতুরিয়া গ্রামের মৃত্যু মজিবর রহমানের ছেলে মিলন হোসেন (৪৩)কে মজিবর রহমানের বাড়ির পাশের পোলের নিকট থেকে ইয়াবাসহ গ্রেফতার করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পিরোজপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।