নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ভ্যান থেকে ছিটকে পড়ে শিশুর মৃ*ত্যু
বরিশালের হিজলা উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে হিজলা থানার এসআই মো. সোহরাব জানান।
নিহত আব্দুল্লাহ বড়জালিয়া গ্রামের আল-আমিন সিকদারের ছেলে। এসআই সোহরাব বলেন, সকালে আব্দুল্লাহ তার চাচার সঙ্গে ভ্যানে করে নিজ বাড়ি থেকে দাদার বাড়ি যাচ্ছিল।
পথে ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পায় সে। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই সোহরাব।