নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জাতীয় পার্টির নেতার আ.লীগে যোগদান
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পার্টির নেতাসহ দুই ইউপি সদস্য আওয়ামী লীগে যোগদান করেছে। গৈলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মো. শামিম ফরিয়া ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মানিক সরদার বৃহস্পতিবার রাতে জাতির পিতার ভাগ্নে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র সেরালস্থ বাস ভবনে মন্ত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
আওয়ামী লীগে যোগদানকারীরা জানান- জাতির পিতার আদর্শ এবং মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর অসাম্প্রদায়িক রাজনৈতিক দর্শণ ও উন্নয়নে উজ্জীবিত হয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেছেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৈলা মডেল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চানসহ দলের নেতৃবৃন্দরা।