নিজস্ব প্রতিবেদক :: উত্তরের কনকনে হাওয়ায় বরিশালের জনজীবন প্রায় বিপর্যস্ত। সাথে হালকা থেকে মাঝারী কুয়াশার চাঁদরে বৃহস্পতিবার দিনভরই সূর্যের দেখা মেলেনি। দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৭ ডিগ্রী সেলসিয়াস নিচে নেমে যায়। ফলে জনজবীনে দুর্ভোগ ছিলো চরমে। দিনভরই জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি। আবহাওয়ার এ অস্বাভাবিক পরিস্থিতিতে শিশু ও বয়োবৃদ্ধদের বিশেষ সতর্কতার সাথে রাখতে ও থাকতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
নতুর বছরের প্রথম দিন থেকেই বরিশালে ঠান্ডার দাপট বাড়তে শুরু করে। বৃহস্পতিবার তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে যাওয়ায় পরিস্থিতির অস্বাভাবিক অবনতি ঘটে।
আবহাওয়া বিভাগ থেকে শনিবারের পরবর্তি ৫দিনে তাপমাত্রার পারদ আরো হ্রাস পাওয়ার কথা জানানো হয়েছে। গতকাল অনেককেই আগুন জ্বালিয়ে শীত নিবারন করতে দেখা গেছে।