নিজস্ব প্রতিবেদক :: বরিশালে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ড.মাহমুদা মিতু।
বরিশাল বাকেরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এক পরিচিতি সভা অনুষ্টিত হবে। শুক্রবার (১০ জানুয়ারী) বিকেল সাড়ে তিন টায় বাকেরগঞ্জ সরকারী কলেজে ভবনে এ প্রতিনিধি পরিচিতি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব ড.মাহমুদা মিতু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংগঠক মো:মাসুম বিল্লাহ, আবুল সোয়েব, আবু সাইদ মুসা, এ্যাড শাকিল মৃধা, এ্যাড:সাইদুন্নাহার মুক্তি, নাজরানা তন্নী ও দোলা আক্তার। বাকেরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটি সংগঠক মো:মেহেদী হাসান জানান, বাকেরগঞ্জের অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বরিশাল নগরীর উদ্দেশ্যে রওনা হবেন।
বরিশাল মহানগর নাগরিক কমিটির সংগঠক মো. সাজ্জাদুল ইসলাম শাকিল মৃদ্ধা বলেন, বরিশালে এসে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ড.মাহমুদা মিতু সাংগঠনিক বিষয়ে আলোচনা করবেন এবং শনিবার বরিশাল নাগরিক কমিটির অনুষ্ঠানে যোগদান করবেন।