নিউজ ডেস্ক :: কলেজের ডিসপ্লেতে ভেসে উঠল ছাত্রলীগ ভ*য়ংকর রূপে ফিরবে
নিজস্ব প্রতিবেদক।। এবার চুয়াডাঙ্গার জীবননগর আদর্শ সরকারি মহিলা কলেজের ডিজিটাল সাইনবোর্ডে (ডিসপ্লে) ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
শনিবার (১১ জানুয়ারি) রাত ৭টার দিকে ওই কলেজের ডিজিটাল সাইনবোর্ডে (ডিসপ্লে) এই লেখা ভেসে উঠে। এর আগেও ১ জানুয়ারি জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’ লেখা ভেসে ওঠে।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয়রা বলেন, এশার নামাজের সময় জীবননগর সরকারি আদর্শ মহিলা কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে,জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ লেখা ভেসে উঠে। মুহূর্তের মধ্যে বিষয়ে নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে বিষয়টি প্রশাসনের জানানো হয়েছে। তারা এসে সাইনবোর্ডটি বন্ধ করে দেন।
এ বিষয়ে জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের নাইটগার্ড হায়দার আলী বলেন, আমার ডিউটি সন্ধ্যা ৬টা থেকে শুরু। আমি এর কিছু সময় আগে এসেছিলাম। পরে বিষয়টি দেখতে পেয়ে সবাইকে জানাই।
জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম বলেন, এখানে এসব ঘটুক আমরা তো চাই না। আমি বিষয়টি জানতাম না। ইউএনও কল করে আমাকে জানালেন এমন একটি ঘটনা ঘটেছে আপনি দেখেন। আমি গিয়ে দেখি পুলিশের গাড়ি এখানে অবস্থান করছে। তারা জানতে চান এটা কীভাবে আসল। আমি বলি বিষয়টি জানি না। আমাদের এখান থেকে শুধু একটি তারের সংযোগ দেওয়া আছে, এর বাইরে আমাদের এখান থেকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই। আমরা জানি না এ বিষয়ে কি ঘটছে না ঘটছে।
জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনাটি শোনা মাত্র আমরা কলেজে গিয়েছিলাম। আমরা গিয়ে সাইনবোর্ডটি বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।