বাবুগঞ্জ প্রতিবেদক :: সম্মেলনের মাধ্যমে বাবুগঞ্জে জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। ববিবার(১২ জানুয়ারী) সকল ১০টায় বাবুগঞ্জ উপজেলা ইমাম সমিতির কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলন এর মাধ্যমে বাবুগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আ.জ.ম সামসুল আলমকে সভাপতি ও হাফেজ মাওলানা রহমত উল্লাহ কে মাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট বাবুগঞ্জ উপজেলা জাতীয় ইমাম সমিতির কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় ইমাম সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাবুগঞ্জ পরিষদ জামে মসজিদের খতিব আ.জ.ম সামসুল আলম এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক এ কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বিশাল জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা ডাক্তার এম.এ.সালাম,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখা জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা ডাঃ আব্দুল্লাহ আল-মামুন ও জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোঃ ইসমাইল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।