ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নিউ.মো.নিয়া-ডায়.রিয়ার প্র.কো.প অ.ব্যা.হত

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে থাকার মধ্যেই বরিশালে ঠান্ডাজনিত রোগ সহ ডায়রিয়ার প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিনই নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের সাথে ডায়রিয়া আক্রান্ত বিপুল সংখ্যক রোগী সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য আসছেন। তবে গত একমাসে বরিশালের সরকারি হাসপাতালগুলোতে দেড় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

গত একমাসে শ^াসতন্ত্রের সংক্রমন সহ নানা ধরনের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় দেড় হাজার নারী-পুরুষ ও শিশু। মৃত্যু হয়েছে একজনের। একই সময়ে শুধু ডায়রিয়া আক্রান্ত হয়ে আরো প্রায় সাড়ে ৫ হাজার মানুষ ভর্তি হয়েছেন। যারমধ্যে একটি বড় অংশই শিশু।

চিকিৎসকরা বলছেন সরকারি হাসপাতালগুলোতে যে সংখ্যক রোগী চিকিৎসার জন্য আসছে ও ডায়রিয়ার ক্ষেত্রেও পরিস্থিতি মোটেই সুখকর নয়। প্রতিদিনই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বিপুল সংখ্যক শিশু ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এবার বরিশাল সহ দক্ষিণাঞ্চলে মাত্র দুদিন তাপমাত্রার পারদ স্বাভাবিকের কিছুটা নীচে নামলেও উত্তরের কনকনে হাওয়ায় শীতের তীব্রতা বেশী অনুভূত হয়েছে। কিন্তু বাস্তবে মৌসুমজুড়ে শীতের তীব্রতা কম থাকলেও ঠান্ডাজনিত রোগের প্রকোপ অনেক বেশী। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী বিগত নভেম্বর ও ডিসেম্বরে বরিশাল অঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে ৮ হাজারেরও বেশী ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। আর চলতি বছরের প্রথম মাসে সরকারি হাসপাতালগুলোতে আরো প্রায় সাড়ে ৫ হাজার ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। তবে গত ৩ মাসে বরিশাল অঞ্চলে কোন ডায়রিয়া রোগীর মৃত্যু হয়নি বলে দাবী স্বাস্থ্য অধিদপ্তরের।