ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সভাপতি নির্বাচিত হওয়ায় নাসরিনকে অভিনন্দন জানালেন, ডিএসইউ’র উপাচার্য

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় আফরোজা খানম নাসরিনকে অভিনন্দন জানালেন, ডিএসইউ’র উপাচার্য।

বরিশাল আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আফরোজা খানম নাসরিন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী তাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেন।

সভাপতি নির্বাচিত হওয়ায় আফরোজা খানম নাসরিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।

আফরোজা খানম নাসরিন বরিশাল অঞ্চলের একজন সুপরিচিত শিক্ষানুরাগী। তিনি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা তাকে পুরো দেশে পরিচিত করে তোলে। তার নেতৃত্বে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রফেসর ড. আসিফ মিজান।

উল্লেখ্য যে, প্রফেসর ডক্টর শেখ আসিফ এস. মিজান বিদেশি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি ভাইস-চ্যান্সেলর।